Site icon Jamuna Television

‘সিঙ্গেলই সুখী’ দিবস আজ

ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয় ভালোবাসার মানুষদের জন্য একেকটি দিবস। এরই ধারবাহিকতায় রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, হাগ ডের ধারবাহিকতায় আজ প্রমিস ডে। ভালোবাসার মানুষগুলো উদযাপন করছেন নিজেদের মতো করে।

তবে সিঙ্গেলরা চাইলে আজ সুখেই কাটাতে পারবেন নিজের মতো। আজ ১১ ফেব্রুয়ারি ‘সিঙ্গেলেই সুখী দিবস’ (স্যাটিসফায়েড স্টেয়িং সিঙ্গেল ডে)।

টমাস ও রুথ রয় নামের দু’জনের উদ্যোগে দিনটির প্রচলন হয়। যদিও কবে থেকে এই দিবস পালিত হচ্ছে সেটি জানা যায়নি।

যারা একা আছে আছেন, চাইলে দিবসটিকে নিজের মতো করে উদযাপন করতে পারেন। ঘুরে আসতে পারেন দূর থেকে। আবার চাইলে সিঙ্গেল বন্ধুরা মিলে পার্টি বা পিকনিকও করতে পারেন।

/এনএএস/এমএন

Exit mobile version