Site icon Jamuna Television

এইচএসসিতে যত সংখ্যক শিক্ষার্থী পাস করেছে তার চেয়ে আসন সংখ্যা বেশি: শিক্ষামন্ত্রী

এইচএসসিতে যত সংখ্যক শিক্ষার্থী পাস করেছে তার চেয়ে আসন সংখ্যা অনেক বেশি আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে সাহিত্য মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, আমাদের এইচএসসিতে যারা পাস করেন, তারা কেউ চিকিৎসা বিজ্ঞানে, কেউ প্রকৌশলে, কেউ স্থাপত্যে আর কেউ আইনে ভর্তি হন। অনেকে আছেন, যারা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জন করতে যান। কেউ কেউ কারিগরি শিক্ষাও নেন। সারাদেশে আমাদের ২২৫৭টি কলেজ আছে। ফলে আসন সংখ্যা নিয়ে সমস্যা হবে না।

এসজেড/

Exit mobile version