Site icon Jamuna Television

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার, প্রায় ৭০ লাখ টাকার মালামাল উদ্ধার

প্রেস ব্রিফিংয়ে নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় সড়কে ডাকাতি হওয়া একটি ধান বোঝাই ট্রাক ও এর সাথে জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক জানান, বৃহস্পতিবার রাতে নওগাঁর মান্দা থেকে নীলফামারী যাওয়ার পথে ধান বোঝাই ট্রাকটি বদলগাছী এলাকায় ডাকাতির শিকার হয়। খবর পেয়ে পুলিশের কয়েকটি টিম অভিযানে নামে। পরে, বিশেষ পদ্ধতিতে ডাকাতি হওয়া প্রায় ৭০ লাখ টাকার মালামাল উদ্ধার ও ঘটনার সাথে জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতরা নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সড়ক ডাকাতির সাথে জড়িতদের আইনের আওতায় আনতে গ্রেফতারকৃতদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান পুলিশ সুপার।

/এসএইচ

Exit mobile version