দীর্ঘদিন পর আবারও জনসম্মুখে দেখা গেলো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে। সাম্প্রতিক ভূমিকম্পে দেশটির ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।
এরই অংশ হিসেবে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আলেপ্পোর একটি হাসপাতালে যান আসাদ। সেখানে দেখা করেন আহতদের সাথে। শোক জানান নিহতদের প্রতি। দেশের এ দুঃসময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের।
এ সময় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ক্ষোভ জানিয়ে আসাদ বলেন, চরম এ সংকটকালেও অমানবিক আচরণ করছে পশ্চিমা শক্তি। তাদের নিষেধাজ্ঞার কারণে আলেপ্পোসহ দুর্যোগস্থলে পৌঁছাতে পারছে না ত্রাণ সহায়তা ও উদ্ধারকর্মীরা। এ সময় সহায়তা জোরদার করতে জাতিসংঘসহ অন্যান্য সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান সিরিয়ান প্রেসিডেন্ট।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেন, পশ্চিমারা দাবি করে যে তারা রাজনীতির চেয়ে মানবিকতাকে বেশি প্রাধান্য দেয়। যদি তাই হতো তাহলে তারা এ মানবিক বিপর্যয়ের সময় নিষেধাজ্ঞা অব্যাহত রাখতো না। সরকারবিরোধী কার্যক্রমও পরিচালনা করতো না। শত শত বছর ধরে এভাবেই লুটপাট-হত্যাযজ্ঞের রাজনীতি করছে পশ্চিমা শক্তি।
/এসএইচ

