Site icon Jamuna Television

বেনাপোল সীমান্ত থেকে স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর বারোটায় বিজিবির এক প্রেস নোটে এ তথ্য প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পুটখালী সীমান্তের সজলের মোড় নামক স্থান থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান পিএসসি বলেন, পুটখালী গ্রামের সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে সজলের মোড় নামক স্থানে বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ৮টি স্বর্ণের বার ভর্তি একটি কাপড়ের পোটলা ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে সেটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব বারের ওজন ৯৩৮ গ্রাম বলে জানান তিনি। এর বাজার মূল্য প্রায় ৭৫ লাখ টাকা।

এসজেড/

Exit mobile version