Site icon Jamuna Television

অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই দোষী বানানো হচ্ছে; সিটির অনিয়ম ইস্যুতে গার্দিওলা

ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটির মালিকানায় ২০০৮ সালে আসে আবুধাবি ইউনাইটেড গ্রুপ। এরপর থেকে ক্লাবটির বিপক্ষে আর্থিক নিয়ম ভাঙার ১০১টি অভিযোগ পাওয়া গিয়েছে। তবে সেই তদন্ত শেষ হওয়ার আগেই ম্যান সিটিকে দোষী বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন কোচ পেপ গার্দিওলা। তিনি বলেছেন, অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই দায়ী করা হচ্ছে ক্লাবকে। গোল ডটকমের খবর।

ম্যান সিটির ম্যানেজার পেপ গার্দিওলা বলেন, মনে হচ্ছে আমরা এরইমধ্যে দোষী সাব্যস্ত হয়েছি। সোমবার থেকে যা দেখছি তাতে ঠিক চ্যাম্পিয়নস লিগের ঘটনার মতোই মনে হচ্ছে। ক্লাব সেবার নিজেদের নির্দোষ প্রমাণ করেছিল। এবার আমাদের সামনে কয়েকটি শাস্তি ঝুলছে। আর, প্রিমিয়ার লিগের বাকি ১৯ দল আমাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই দোষী বানাতে ব্যস্ত।

গার্দিওলা আরও বলেন, আমরা এমন একটি সমাজে বাস করতে পেরে ভাগ্যবান, যেখানে দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত সবাইকে নির্দোষ বিবেচনা করা হয়। কিন্তু এবার তা দেখতে পাচ্ছি না। সবাই বলছে, আমরা দোষী। ভালো আইনজীবী রয়েছে আমাদের। প্রিমিয়ার লিগও ১৯ দলের সহায়তায় বিজ্ঞ আইনজীবীর সহায়তাই নিশ্চিত করবে। যদি দোষী সাব্যস্ত হই তবে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আমাদের যে শাস্তি দেবে আমরা তা মাথা পেতে নেবো। কিন্তু যদি আবারও চ্যাম্পিয়নস লিগের ঘটনার পুনরাবৃত্তি ঘটে আর আমরা নির্দোষ প্রমাণিত হই, তাহলে? আমাদের সুনাম যে ক্ষতিগ্রস্ত হলো, তা কে ফিরিয়ে দেবে?

পেপ গার্দিওলা এর আগে বলেছিলেন, ক্লাব যদি বিভিন্ন আর্থিক ইস্যুতে তার সাথে মিথ্যাচার করে থাকে, তবে তিনি ম্যান সিটি ছেড়ে চলে যাবেন। তার স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা-কল্পনা। তবে, সেই সংবাদ সম্মেলনে এই কাতালান ট্যাকটিশিয়ান ম্যান সিটিতে তার ভবিষ্যতের ব্যাপারে অটল থাকার ব্যাপারেও নিশ্চয়তা দেন।

আরও পড়ুন: প্রিমিয়ার লিগে ম্যানসিটির ভবিষ্যৎ কী?

/এম ই

Exit mobile version