
প্রতীকী ছবি।
ভোলা প্রতিনিধি:
ভোলায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে মো. সোহেল হোসেন সোয়েব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের চর সিপলী গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ভোলার মাদরাসা বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে সোয়েব মোটরসাইকেলযোগে মাদরাসাবাজার এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সোয়েব গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার পরই অটোরিকশা নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এসজেড/



Leave a reply