Site icon Jamuna Television

ভূমিকম্পের ১২২ ঘণ্টা পর ধ্বংস্তুপের নিচ থেকে জীবিত উদ্ধার নারী

তুরস্কের ভূমিকম্পের ১২২ ঘণ্টা পর ধ্বংস্তুপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৫৫ বছর বয়সী এক নারীকে। খবর রয়টার্সের।

শনিবার (১১ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ। জানায়, ভূমিকম্পের আঘাতে দিয়ারবাকির শহরে ধ্বসে পড়ে ২৪ তলা ভবনটি। বহুতল এ ভবনে শতাধিক মানুষ বসবাস করতেন। ধ্বংস্তুপের নিচে জীবিত মানুষের অবস্থান নিশ্চিত হবার পর সেখানে উদ্ধার কাজ শুরু করা হয়। কংক্রিটের স্ল্যাব কেটে বের করা হয় মাসাল্লাহ সিসেক নামের ওই নারীকে। দ্রুত নেয়া হয় হাসপাতালে।

উদ্ধারকর্মীরা জানান, গেলো ২৪ ঘণ্টায় বহুতল ওই ভবন থেকে উদ্ধার করা হয়েছে ৬৭ জনকে।

এটিএম/

Exit mobile version