গাইবান্ধায় পিকআপ ভর্তি গরুসহ ৫ চোর গ্রেফতার

|

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে পিকআপ ভর্তি গরুসহ পেশাদার ৫ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পলাশবাড়ী থানায় প্রেস কনফারেন্সে এ তথ্য জানান গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. কামাল হোসেন।

আটকৃতরা হলেন, জেলার পলাশবাড়ী উপজেলার উত্তর সাবদিন গ্রামের আতাউর রহমানের ছেলে আল আমিন (২৪), সুলতানপুর বাড়াইপাড়ার সাইদুল ইসলামের ছেলে মোনারুল ইসলাম (২২), সুন্দরগঞ্জ উপজেলার কাশদহ গ্রামের শামসুল মিয়ার ছেলে ফিরোজ মিয়া (২৮), লালমনিরহাট সদর উপজেলার বাঁশদহ গ্রামের হাসমত আলীর ছেলে সোহাগ মিয়া (২৭) ও টাঙ্গাইলের মির্জাপুর থানার গোড়াইল ধনারচালা গ্রামের শামসুল দেওয়ানের ছেল রাসেল দেওয়ান (৩২)।

পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে পলাশবাড়ী সদরের দুবলাগাড়ী এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে তল্লাশি চালায় পুলিশ। এসময় টাঙ্গাইল থেকে রংপুরগামী পিকআপ বোঝাই পাঁচটি চোরাই গরুসহ পাঁচজনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ সারাদেশে থাকা চোর দলের অন্য সদস্যদের চিহ্নিত-গ্রেফতারে পুলিশ কাজ করছে।

চোরাই গরুগুলো টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকা থেকে বিক্রির উদ্দেশে রংপুরে নেয়া হচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে জানায় তারা। উদ্ধার করা গরুগুলোর মূল্য ১৫ লক্ষাধিক টাকা বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা, পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী, টিআই নুরে আলম সিদ্দিক প্রমুখ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply