
ছবি: সংগৃহীত
নাগপুর টেস্টে দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সে ম্যাচ সেরা হয়েও শাস্তির মুখে পড়তে হচ্ছে রবীন্দ্র জাদেজাকে। আঙুলে ব্যথানাশক ক্রিম ব্যবহার করার আগে অন ফিল্ড আম্পায়ারের অনুমতি না নেয়ায় আইসিসির আচরণবিধির ২.২০ ধারা ভাঙার কারণে একটি ডিমেরিট পয়েন্টের সাথে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এই তারকা অলরাউন্ডারকে। ইএসপিএন ক্রিকইনফোর খবর।
বলের আকৃতির কোনো পরিবর্তন নয় বরং, বাঁহাতের তর্জনীর শুশ্রূষার জন্যই ব্যবহার করা হয়েছিল পিচ্ছিল একটি পদার্থ। রবীন্দ্র জাদেজার এই ব্যাখ্যায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটও তার সন্তুষ্টির কথা জানিয়েছেন।

নাগপুর টেস্টের প্রথম দিনেও ওঠে বিতর্ক। রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিও ফুটেজে দেখা যায়, মোহাম্মদ সিরাজের হাত থেকে একটি পিচ্ছিল পদার্থ নিজের ডান হাতে নেন জাদেজা। তারপর নতুন ডেলিভারির আগে সেই পদার্থটি বাম হাতের তর্জনীতে ঘষতে দেখা যায় এই অলরাউন্ডারকে। তবে ফুটেজের কোথাও বলের মধ্যে কোনো কিছু ঘষতে দেখা যায়নি জাদেজাকে; যদিও এই বাঁহাতি অলরাউন্ডারের হাতেই সে সময় বল ছিল। ইএসপিএন ক্রিকইনফো জানায়, নাগপুর টেস্টে প্রথম দিনের খেলা সমাপ্ত হওয়ার পরই ভারতীয় দলের ম্যানেজার, অধিনায়ক রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজাকে ভিডিও ক্লিপটি দেখানো হয়। রেফারি অ্যান্ডি পাইক্রফট এই ইস্যুটি ভারতীয় দলকে তখন অবহিত করেন।
তবে ইনজুরি কাটিয়ে পাঁচ মাস পর জাদেজার প্রত্যাবর্তনটি হলো রাজসিক। নাগপুর টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার অন্যতম কুশীলব ছিলেন এই অলরাউন্ডার। ৪৭ রানে ৫ উইকেট শিকার করে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস মাত্র ১৭৭ রানে বেধে রাখতে প্রধান ভূমিকা পালন করেন তিনি। এরপর গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে খেলেন ৭০ রানের লড়াকু ইনিংস; আর ভারত পায় ৪০০ রানের বড় পুঁজি। তারপর দ্বিতীয় ইনিংসেও বল হাতে জাদেজা নেন ২টি উইকেট।
আরও পড়ুন: এক সেশনেই অজিদের ১০ উইকেটের পতন, ভারতের ইনিংস ব্যবধানে জয়
/এম ই



Leave a reply