ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা, কয়েক স্থানে হামলা-সংঘর্ষ

|

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি করেছে বিএনপি। এরমধ্যে বেশিরভাগ এলাকায় শান্তিপূর্ণ কর্মসূচি হলেও নাটোর-নারায়ণগঞ্জসহ কয়েকটি স্থানে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় পরিস্থিতি বিবেচনায় শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনের সুবিধাজনক সময়ে এই কর্মসূচি পালন করেন বিএনপির নেতাকর্মীরা। এদিকে, হামলা-নির্যাতন চালিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না বলে মন্তব্য করেছেন দলটির নেতারা। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ পদযাত্রায় হামলা করেছে ক্ষমতাসীনরা।

ইউনিয়ন পর্যায়ের পদযাত্রায় দলটির স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে ভাইস-চেয়ারসম্যান, যুগ্ম-মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শান্তি সমাবেশের নামে ক্ষমতাসীনরা দেশকে অশান্ত করছে।
বিএনপি নেতাদের দাবি, এই কর্মসূচি সফল হয়েছে, দলীয় কর্মী-সমর্থদের পাশপাশি সাধারণ মানুষ মাঠে নেমেছেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply