Site icon Jamuna Television

ঝিনাইদহে পুকুর থেকে মাটি বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ইলিয়াস হোসেন নামের এক ব্যক্তিকে কতৃপক্ষের বিনা অনুমতিতে পুকুর খনন করে মাটি বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে এ রায় প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী।

ইউএনও রাজিয়া আক্তার চৌধুরী জানান, এখন থেকে যে কোনো জমিতে মাটি কাটতে হলে জেলা প্রশাসকের অনুমতি নিতে হবে। এমন কি কোনো জলাশয়ও পুনঃখনন করতে চাইলে সে ক্ষেত্রেও অনুমতি নিতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এটিএম/

Exit mobile version