
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লীতে এক পক্ষের হামলায় ৫ বাড়ি ভাংচুর করা হয়েছে। এসময় হামরাকারীরা কমপক্ষে ৭ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে কাশিপুর বেদেপল্লীতে এ ঘটনা ঘটে।
জানা যায়, আহতদের মধ্যে সেলিনা বেগম ও কায়েশ নামে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত হয়েছে মতলেবের ছেলে কুড়ন ও মেয়ে ঝুমুর, আলতাবের মেয়ে শাপলা খাতুন ও লিপনা এবং আনোয়ারের ছেলে নাঈম। তাদের প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানায়, দির্ঘদিন ধরে বেদেপল্লীর দুই দল বিভক্ত হয়ে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরমধ্যে এক পক্ষের নেতৃত্বে দিচ্ছে মনিরুল ইসলাম এবং আরেকটি রাসেল হোসেন। শনিবার সকালে রাসেল গ্রুপের লোকজন মনিরুল গ্রুপের লোকজনের ওপর হামলা করে বাড়িঘর ভাংচুর করে। এসময় মনিরুল গ্রুপের সদস্যরা নারী-পুরুষকে পিটিয়ে জখম করে।
কালীগঞ্জ থাানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে কয়েকটি বাড়ি ভাংচুর করা হয় বলে উল্লেখ করেন তিনি।
এটিএম/



Leave a reply