Site icon Jamuna Television

আজানের সময় সংবাদ সম্মেলন থামিয়ে দিলেন ভারতীয় অভিনেতা

অভিনেতা: কারান কুন্দ্রা

টেলিভিশন রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৫’র আলোচিত নাম কারান কুন্দ্রা। ছোট পর্দায় বেশ কিছু সিরিয়ালের জন্য জনপ্রিয় তিনি। এছাড়া কিছু হিন্দি সিনেমাতেও কাজ করেছেন এ উঠতি অভিনেতা। এবার কারান তার নতুন টিভি শো ‘তেরে ইশক মে ঘায়াল’র সংবাদ সম্মেলন থামিয়ে দিলেন আজানের সম্মানে। খবর টেলি চক্করের।

সংবাদ সূত্রে জানা যায়, ‘তেরে ইশক মে ঘায়াল’র সংবাদ সম্মেলনে কথা বলছিলেন কারান। এমন সময় শোনা যায় আজান। এসময় তিনি উপস্থিত সবাইকে বলেন, আমরা কি আজানের জন্য ২ মিনিট চুপ থাকতে পারি? ২ মিনিট শুধু, বেশি না।

সংবাদ সম্মেলনের এ ভিডিও ক্লিপ নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর ব্যাপকভাবে প্রশংসা কুড়াচ্ছেন এ অভিনেতা। একজন ভক্ত লেখেন, এমনও হিন্দু আছেন ভারতে যারা ইসলাম ধর্মের নিয়ম নীতিকে সম্মান করে। আপনি আমাদের হৃদয় জয় করে নিয়েছেন।

‘তেরে ইশক মে ঘায়াল’ কালারস টেলিভিশনের নতুন সিরিয়াল। যা শনি ও রোববার  বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দেখতে পাবেন দর্শকরা।

এটিএম/

Exit mobile version