Site icon Jamuna Television

ক্যারিয়ার সেরা টাইমিংয়ে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে স্বর্ণ জিতলেন বাংলাদেশের ইমরানুর রহমান

ক্যারিয়ারের সেরা টাইমিং করে এবার এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সের ৬০ মিটারে স্বর্ণ জিতলেন বাংলাদেশের স্প্রিন্টার ইমরানুর রহমান। কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত এই আসরের ফাইনালে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন তিনি।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে হিটের ২য় রাউন্ডে ট্র্যাকে নেমেছিলেন ইমরানুর। সেখানে ৬.৭০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়ে উঠেছিলেন সেমিফাইনালে। এরপর সন্ধ্যায় সেমিফাইনালে ওঠার লড়াই ২য় হন বাংলাদেশি এই অ্যাথলেট। যেখানে তার টাইমিং ছিল ৬.৬১ সেকেন্ড। সেমিফাইনালেই নিজের আগের রেকর্ড ভেঙ্গে ফেলেন ইমরান। ৬০ মিটারে তার আগের টাইমিং ছিল ৬.৬৪। বেলগ্রেডে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে গড়েছিলেন সেই টাইমিং।

ফাইনালে আরও অপ্রতিরোধ্য ছিলেন ইমরান। ৩ নম্বর ট্র্যাকে নামা ইমরানুরের প্রতিপক্ষ ছিলেন চীন, জাপান, হংকং, পাকিস্তানের অ্যাথলেটরা। শুরু ১০ মিটারেই লিডের পথে ছিলেন ইমরান। দারুণ শুরুর পর ৩০ মিটার পার হতেই এগিয়ে যান এই অ্যাথলেট। শেষ ২০ মিটারে সবাইকে ছাড়িয়ে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখে প্রথম হন তিনি। যেখানে ২য় হয়েছেন হংকংয়ের শাক কিম, ৩য় হয়েছেন পাকিস্তানের শাজার আব্বাস।

/এ এইচ/এটিএম

Exit mobile version