Site icon Jamuna Television

এবার আমির খানকে ‘ভাওতাবাজ’ বললেন কঙ্গনা

বলিউডে বিতর্কের আরেক নাম কঙ্গনা রানাউত। তার শব্দবাণ থেকে যেন কারও রেহাই নেই। বলতে গেলে, মন্তব্যের জেরেই এখন সংবাদের শিরোনামে থাকেন তিনি। এবার নিশানা করলেন আমির খানকে। বললেন, ভাওতাবাজ বেচারা। খবর আনন্দবাজারের।

সম্প্রতি লেখক শোভা দে’র নতুন বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমির। গণমাধ্যমের সঙ্গে কথাবার্তা চলাকালীন আমিরকে প্রশ্ন করা হয়, শোভার বায়োপিক তৈরি হলে তার চরিত্রে কোন অভিনেত্রী অভিনয় করতে পারেন? জবাবে আমির দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাটের নাম উল্লেখ করেন। এসময় শোভা অভিনেত্রী কঙ্গনার নাম উল্লেখ করলে তাতে সাঁয় দেন আমির।

কঙ্গনার প্রশংসা করে আমির বলেন, কঙ্গনা ভীষণ ভালো কাজ করে। খুবই পোক্ত একজন শিল্পী, অভিনেত্রী হিসেবে প্রতিভাবান ও বহুমুখী।

এরপই এই ভিডিও কঙ্গনা সামাজিকমাধ্যমে শেয়ার করে লেখেন, বেচারা আমির খান! উনি অনেক ভান করলেন এটা না জানার যে যাদের নাম উনি বলছেন, তাদের মধ্যে কেউ আমার মতো তিনবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নন।

কঙ্গনা আরও লেখেন, তিনি খুবই খুশি হবেন শোভার বায়োপিকে অভিনয় করতে পারলে। এরপর মনে করিয়ে দেন যে তিনি তিনবার নয়, চারবার জাতীয় পুরস্কার পেয়েছেন। হয়েছেন পদ্মশ্রী সম্মানেও ভূষিত।

এটিএম/

Exit mobile version