Site icon Jamuna Television

ভারতে কোটা বহালের দাবিতে বিক্ষোভ; নিহত এক পুলিশ

ভারতের মহারাষ্ট্রে সরকারি চাকরিতে মারাঠিদের জন্য কোটা বহালের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে বিক্ষোভকারীদের সাথে সহিংসতায় প্রাণ গেছে এক পুলিশ সদস্যের।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এসময় ক্ষুব্ধ বিক্ষোভকারীরাও পুলিশ ভ্যানসহ বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরজুড়ে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ৩০ হাজার সদস্য।

বিক্ষোভকারীদের অভিযোগ, দেবেন্দ্র ফড়নাবিস রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর সংরক্ষিত মারাঠা কোটা ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৬ শতাংশ করার ঘোষণা দেন। এরপর থেকে রাজ্যটিতে প্রতিবাদে নামে মারাঠা কোটা সংরক্ষণ আন্দোলনকারীরা।

Exit mobile version