Site icon Jamuna Television

মোনাকোর কাছে হারলো পিএসজি

প্রতিপক্ষের মাঠে লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর কাছে ৩-১ গোলে হেরেছে পিএসজি। সবগুলো গোলই হয়েছে প্রথমার্ধে।

ম্যাচের প্রথমার্ধে গোলের খেলা হয়েছে। প্যারিসিয়ানরা ম্যাচের ৪ মিনিটে প্রথম গোল হজম করে। বেন ইয়াদেরের পাস ধরে গোল করেন গ্লোভিন। এরপর ১৮ মিনিটে ২-০ গোলের লিড নেয় লিগ টেবিলে দুইয়ে ওঠা মোনাকো। এবার গোল করেন ইয়াদের।

প্রথমার্ধে এক গোল শোধ করে পিএসজি। ৩৯ মিনিটে গোল করেন জাইরি ইমেরি। কিন্তু স্বস্তি স্থায়ী হয়নি পিএসজির। প্রথমার্ধের যোগ করা সময়ে মোনাকোর নাম্বার টেন ইয়াদের গোল করে দলকে জেতান। মোনাকো শুধু জয় পায়নি, কর্তৃত্ব করে খেলেছে।

বলের দখলে পিএসজি এগিয়ে থাকলেও মোনাকো ১৯টি আক্রমণ করেছে। যেখানে পিএসজির আক্রমণ ছিল সাতটি। প্যারিসের ক্লাবটির লক্ষ্যে দুই শটের বিপরীতে নয়টি শট নিয়েছে জয়ী মোনাকো।

/এমএন

Exit mobile version