Site icon Jamuna Television

রাজবাড়ীতে দেয়াল ধসে নিহত ১

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

রাজবাড়ী শহরের বাজার সংলগ্ন কাটাইখানা (পিলখানা) এলাকায় দেয়াল ভেঙে পড়ে মো. বাঙ্কার বাবু (৪০) না‌মে এক ব্যক্তির মৃত্যু হ‌য়ে‌ছে। নিহত বাঙ্কার বাবু রাজবাড়ীর বিনোদপুরের নতুন বাজার এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত নবীউদ্দিনের ছেলে।

শ‌নিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। রোববার সকা‌লে রাজবাড়ী সদর থানা পু‌লি‌শ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

জানা গে‌ছে, দুর্ঘটনা কব‌লিত এলাকাটি বেশ নির্জন। ওই স্থানটি এলাকার ময়লা ফেলার কাজে ব্যবহৃত হয়। তবে রাতে ওই স্থানে মাদকসেবীদের আসর বসে বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশ বলছে, রা‌তের কোনো এক সময়ে ওই স্থানে গেলে স্যাঁতস্যাঁতে দেয়াল ভেঙে মাথায় পড়ায় রক্তক্ষরণে ঘটনাস্থ‌লেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

স্থানীয়রা জানায়, নিহত বাঙ্কার বাবু চু‌রি ও মাদকসেবন করতেন। তাদের সন্দেহ, রাতে মাদক সেবনের উদ্দেশ্যেই ঘটনাস্থলে যান বাঙ্কার।

ঘটনাটি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার এসআই মো. মুরাদ। স্থানীয়রা খবর দিলে সকালে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এসজেড/

Exit mobile version