Site icon Jamuna Television

খুলনা-৪ এর এমপি সুজা আর নেই

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশীদী সুজা ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আট মাস আগে তার কিডনি প্রতিস্থাপন করা হয়েছিলো বলে জানিয়েছেন স্বজনরা। প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে খুলনায় শোকের ছায়া নেমে এসেছে।

১৯৫৩ সালে ২ মার্চ বাগেরহাটের ফকিরহাটে জম্মগ্রহণ করেন এস এম মোস্তফা রশীদী সুজা। খুলনা-৪ আসন থেকে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন জাতীয় সংসদের হুইপ হিসেবে।

Exit mobile version