Site icon Jamuna Television

রমজানে ব্যবসায়ীদের সংযত হওয়ার আহ্বান এফবিসিসিআই সভাপতির

রমজানে ব্যবসায়ীদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

রোববার (১২ ফেব্রুয়ারি) এফবিসিসিআই আয়োজিত নিত্যপণ্যের মূল্য ও মজুদ পরিস্থিতি পর্যালোচনায় তিনি এই আহ্বান জানান। তাতে বড় বড় কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত থাকলেও কোনো মালিক উপস্থিত ছিলেন না। এ নিয়ে হতাশা প্রকাশ করেন এফবিসিসিআই সভাপতি। জসিম উদ্দিন বলেন, ভারত থেকে চিনি আমদানি করতে কর কাঠামো সংস্কার প্রয়োজন। পণ্য বিক্রির রশিদ সংরক্ষণেরও আহ্বান জানান তিনি।

এ সভায় উঠে আসে, রোজার সময় পণ্যের কোনো সংকট হবে না। তবে দাম বাড়ার দায় নিচ্ছে না কোনোপক্ষই। তেল, চিনিসহ ভোগ্যপণ্যের বাজারে অস্থিরতার জন্য খুচরা দোকানদার, পাইকার ও উৎপাদক কোম্পানির প্রতিনিধিরা একে অপরকে দুষছেন।

ব্যবসায়ী নেতারা এলসি জটিলতা নিরসনের দাবি জানিয়ে বলেন, ঋণপত্র খোলার বিড়ম্বনায় ছোট ব্যবসায়ীরা আমদানি করতে পারছেন না।

/এমএন

Exit mobile version