Site icon Jamuna Television

বাহুবলির রেকর্ড ভাঙতে আর কত পিছিয়ে পাঠান?

হিন্দি চলচ্চিত্র দুনিয়ায় এই মুহূর্তে দ্বিতীয় ব্যবসায়িকভাবে সফল ছবি হিসাবে জায়গা করেছে ‘পাঠান’। প্রথম স্থানে রয়েছে এসএস রাজামৌলির ‘বাহুবলী ২’। দেশে এই ছবির হিন্দি ভার্শন ব্যবসা করেছিল ৫১০.৯৯ কোটি টাকার। যদিও সামগ্রিকভাবে আয় করেছে হাজার কোটিরও বেশি টাকা। আগামী কয়েক দিনেই ‘বাহুবলী ২’ ছবির এই নজির টপকে যেতে পারে ‘পাঠান’। খবর আনন্দবাজারের।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত এই ছবির ভারতে করেছিল ৫৫৮.৪০ কোটি টাকা। ১৭তম দিনে বিদেশ থেকে এই ছবির আয় ছিল ৩৪২ কোটি। সব মিলিয়ে ৯০১ কোটি ঘরে তুলেছে এই ছবি। তবে শনিবার এই ছবি প্রায় ১০ কোটি টাকার ব্যবসা করেছে।

তৃতীয় সপ্তাহে বৃহস্পতিবার ও বুধবার কালেকশন পড়তির দিকে থাকলেও সপ্তাহান্তে বেড়েছে ছবির আয়। সিনে বিশেষজ্ঞদের মতে খুব শিগগিরই বাহুবলীকে ছুঁয়ে ফেলবে ‘পাঠান’।

এটিএম/

Exit mobile version