Site icon Jamuna Television

দিল্লি টেস্টের আগে অস্ট্রেলিয়া দলে পরিবর্তন

ছবি: সংগৃহীত

নাগপুর টেস্টের পর দেশে ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার মিচেল সোয়েপসন। তাঁর বদলে আরেক বাঁহাতি স্পিনার ম্যাথু কাহনেমানকে উড়িয়ে আনছে সফররতরা।

মূলত সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতেই অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন সোয়েপসন। তবে তৃতীয় টেস্টের আগে ফিরে আসার কথা রয়েছে তার। তার বদলে টেস্টে অভিষেক হওয়ার প্রবল সম্ভাবনা আছে কাহনেমানের। টেস্টে না খেলকেও ২০২২ সালে ওয়ানডে অভিষেকের পর ৪ ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন এই স্পিনার।

এদিকে দিল্লি টেস্টে খেলার জন্য তৈরি আছেন মিচেল স্টার্ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চোট পাওয়া ক্যামেরন গ্রিনের অবস্থাও সন্তোষজনক। যদিও ম্যাথু রেইন’শর হাঁটুর চোট নতুন করে উদ্বেগ বাড়িয়েছে অজি শিবিরে। নাগপুরের ব্যাটিং ব্যর্থতাও চিন্তায় রেখেছে তাদের। সিরিজ়ে সমতা ফেরাতে নতুন রণকৌশল ঠিক করতে হবে সফররতদের। ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট দিল্লিতে শুরু হবে ১৭ ফেব্রুয়ারি থেকে।

/আরআইএম

Exit mobile version