Site icon Jamuna Television

‘অর্থনৈতিক অঞ্চলগুলোতে অবকাঠামো সুবিধা নিশ্চিত না হওয়ায় অনেকে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না’

দেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলগুলোতে এখনও অবকাঠামো সুবিধা পুরোপুরি নিশ্চিত না হওয়ায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না অনেক উদ্যোক্তা।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ আলী খোকন। বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে টেক্সটাইল খাতে।

বিটিএমএ এর নেতারা বলেন, গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা না হলে এ খাতে নতুন বিনিয়োগে আসবে না। এ খাতে নতুন করে এক লাখ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে রফতানি ক্ষতিগ্রস্থ হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি থেকে ঢাকায় চার দিনের ১৭তম ঢাকা আন্তর্জাতিক গার্মেন্টস অ্যান্ড মেশিনারি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

/এমএন

Exit mobile version