Site icon Jamuna Television

সুন্দরবনে মৃত বাঘ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি:

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে একটি মৃত বাঘ উদ্ধার করেছে বনবিভাগ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে কলাগাছিয়া টহল ফাঁড়ির মুরালী খাল এলাকা থেকে বাঘটি উদ্ধার করা হয়। বন বিভাগ বলছে, বয়সজনিত কারণে বাঘটির মৃত্যু হতে পারে।

বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, বাঘটির শরীরে পচন ধরেছে। এক মাস বা তার বেশি আগে বাঘটি মারা গেছে বলে ধারণা করছি। চামড়ার কিছু অংশ পোকায় খেয়ে ফেলেছে। এছাড়া বাঘটির সামনের দুটি দাঁত নেই। সেকারণে ধারণ করা হচ্ছে, বয়স বেশি হওয়ায় বাঘটি মারা গিয়ে পড়েছিল।

ফরেস্ট স্টেশন কর্মকর্তা আরও বলেন, বাঘের নমুনা সংগ্রহ করে ফরেনসিক রিপোর্টের জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর বাঘটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এটিএম/

Exit mobile version