Site icon Jamuna Television

সার্চে আপত্তিকর ছবি ঝাপসা করে দেবে গুগল

সারা বিশ্বব্যাপী তথ্য অনুসন্ধানে বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুগল। এবার ইউজারদের নিরাপত্তাকে বিবেচনায় নতুন এক ফিচার চালু করলো সংস্থাটি। সার্চে যেকোনো আপত্তিকর ছবি বা পর্নগ্রাফিক ছবি সয়ংক্রিয়ভাবে ঝাপসা করে দেবে গুগল। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।

১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য সম্প্রতি সেফ সার্চের সুবিধা চালু রয়েছে গুগলে। এখন নিরাপদ ইন্টারনেট ব্যবহারের পদক্ষেপ হিসেবে ছবি ঝাপসা করে ফলাফল দেখানোর সুবিধা আনছে গুগল।

গুগল জানিয়েছে, যেসব ব্যবহারকারীর ‘সেইফ সার্চ ফিল্টার’ চালু নেই, তাদের জন্য নতুন এ সেবা স্বয়ংক্রিয়ভাবেই চালু হবে। তবে সেটিংস থেকে এই অপশন পরিবর্তনও করা যাবে৷

এটিএম/

Exit mobile version