Site icon Jamuna Television

পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে তরুণকে থানা থেকে কেড়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা

পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে এক তরুণকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। শনিবার (১১ ফেব্রুয়ারি) পাঞ্জাবের নানাকানা সাহিব শহরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর ভয়েস অব আমেরিকার।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক তরুণকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। তাকে পেটানো হচ্ছে লোহা ও রড দিয়ে। এসময় মৃতদেহে আগুন দেয়ার প্রচেষ্টাও করে জনগণ।

এ ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনী। কর্তৃপক্ষ জানায়, নিহত ওই তরুণের নাম মোহাম্মদ ওয়ারিস। পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন অবমাননার জেরে হামলা চালানো হয়। এরপরেই ওই তরুণকে নেয়া হয় পুলিশি হেফাজতে। কিন্তু উত্তেজিত জনগণ থেকে রেহাই পায়নি নিহত ওই ব্যক্তি। থানায় হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। এ ঘটনায় নিরব দর্শকের ভূমিকা পালনের জন্য পাকিস্তানি পুলিশের বিরুদ্ধে উঠেছে অভিযোগ।

এটিএম/

Exit mobile version