Site icon Jamuna Television

কুয়াকাটার জঙ্গলে মানিকগঞ্জের যুবকের ঝুলন্ত লাশ

ছবি: প্রতীকী

স্টাফ করেসপন্ডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীর কুয়াকাটার ঝাউবাগানের মধ্য থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।

রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উড়ো খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের।

তিনি জানান, ওই যুবকের প্যান্টের পকেটে থাকা ন্যাশনাল আইডি কার্ডের তথ্য অনুযায়ী তার নাম মো. বিল্লাল মিয়া (২২)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার উত্তর বিল ডাউলী এলাকার মো. পান্নু মিয়া ফেরাজির ছেলে।

পুলিশ জানায়, বিকাল থেকে উড়ো খবর ছড়িয়ে পড়ে যে, কুয়াকাটায় ঝাউবাগানের মধ্যে একটি লাশ ঝুলছে। এমন তথ্যের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ তল্লাশি চালানো শুরু করে। এক পর্যায়ে সন্ধ্যার সময় ওই বাগানের গহীনে গিয়ে ঝাউগাছের সাথে গলায় নাইলন জাতীয় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পায়।

ওসি আবুল খায়ের জানান, আইডি কার্ড পেয়ে আমরা সাথে সাথে মানিকগঞ্জ সদর থানার ওসি সাহেবকে তথ্য জানার জন্য বলেছি। এছাড়া আমরা সম্ভাব্য সবদিক অনুসন্ধান করছি। তবে লাশের অনেক পচন ধরায় স্বাভাবিকভাবে কোনো কিছু বোঝা যাচ্ছে না। শরীরে কোনো আঘাতের চিহ্ন কিংবা গাছের ডালপালা ভাঙ্গাচোরার কোনো আলামত দেখা যায়নি। আবার অতবড় গাছে একা একা গলায় ফাঁস লাগানো এবং বাগানের অতদূরে একা যাওয়াও অনেকের পক্ষে প্রায় অসম্ভব। এসব কিছুই আমরা অনুসন্ধান করতেছি। তবে তার প্যান্টের পকেটে থাকা একটি মোবাইল ফোন পাওয়া গেছে যেটি চার্জের অভাবে হয়তো বন্ধ থাকতে পারে। আমরা সেটিরও চার্জ দিয়ে অন করার চেষ্টা করছি। হয়তোবা মোবাইল ফোনটি অন হলে যুবকের সঠিক পরিচয় এবং আরও কিছু তথ্য নিশ্চিত হওয়া যাবে। তার প্যান্টের পকেটে মোবাইল মানিব্যাগ সবই অক্ষত আছে। ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচদিন আগে যুবকটি মারা গেছে।

এদিকে মানিকগঞ্জ সদর থানার ওসি আবদুল রউফ জানান, বিষয়টি তিনি মহিপুর থানার ওসি সাহেবের মাধ্যমে জানতে পেরেছেন এবং আইডি কার্ডের তথ্য অনুযায়ী ওই এলাকায় খোঁজ নিতে লোক পাঠানো হয়েছে। ওই এলাকার বিল্লাল নামে কেউ নিখোঁজ আছেন কিনা বা এমন কোনো জিডি তার থানায় আছে কিনা সেটিও খোঁজা হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version