Site icon Jamuna Television

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে ৩৪ হাজার ছাড়ালো মৃতের সংখ্যা

তুরস্ক-সিরিয়া সীমান্তে বেড়েই চলেছে লাশের সংখ্যা। ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৪ হাজার। এখন পর্যন্ত ৩৪ হাজার ১৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৯ হাজার ৬০৫ জনই তুরস্কের। সিরিয়ায় উদ্ধার করা হয়েছে ৪ হাজার ৫৭৪টি মরদেহ। খবর সিএনএন এর।

সিরিয়া-তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের সপ্তম দিনে এসেও পুরোদমে চলছে উদ্ধারকাজ। কয়েক টন কংক্রিট সরিয়ে ভেতর থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা চলছে। অবশ্য এরই মধ্যে অনেক এলাকায় শুরু হয়েছে জঞ্জাল সরিয়ে ফেলার কাজ।

তুরস্কে ভূমিকম্পে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন অন্তত ৮০ হাজার মানুষ। অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে ১০ লাখের বেশি মানুষের। তবে সিরিয়ায় পর্যাপ্ত সহায়তা পৌঁছাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। তীব্র শীতে মাথার ওপর ছাদটুকুও যারা হারিয়েছেন, তাদের জন্য অস্থায়ী কোনো বাসস্থান বা তাবুর ব্যবস্থা করা যায়নি। ফলে স্বাজন হারিয়ে তীব্র ঠান্ডায় খোলা আকাশের নিচেই অবর্ণনীয় দুর্ভোগে আছেন সিরিয়ার এসব নাগরিক।

এসজেড/

Exit mobile version