Site icon Jamuna Television

দেশ যখন এগোচ্ছে, তখন কর্মসূচির মাধ্যমে বিশৃঙ্খলা করতে চাচ্ছে বিএনপি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

সরকার যখন দেশকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন বিএনপি রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে বিশৃঙ্খলা করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, বিএনপি দিনের বেলা পদযাত্রা করে। আর রাতে দূতাবাসে ধর্ণা দিয়ে বেড়ায়।

আওয়ামী লীগের ভীত অনেক গভীরে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এসব পদযাত্রার মাধ্যমে সরকারকে উৎখাত করা যাবে না।

/এমএন

Exit mobile version