Site icon Jamuna Television

জয়পুরহাটে ট্রাক-সিএনজির সংঘর্ষে প্রাণ গেলো ৫ জনের

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাঝিপাড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ জন মারা গেছেন। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন সিএনজিচালিত অটোরিকশাটির চালক। বাকি চার জন অটোরিকশার যাত্রী বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে দুই জন এবং হাসপাতালে নেয়ার পর তিন জনের মৃত্যু হয়েছে।

এ দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। তবে, আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

/এমএন

Exit mobile version