Site icon Jamuna Television

গ্রামে রাজাকারের মতো আচরণ করছে আ. লীগ: বিএনপি নেতা প্রিন্স

গ্রাম-গঞ্জে মুক্তিযুদ্ধের সময়কার রাজাকারের মতো আচরণ করছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক এমরান সালেহ প্রিন্স। বললেন, শান্তি কমিটির মতো সন্ত্রাস সৃষ্টি করছে দলটি।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। আরও অভিযোগ করেন, পদযাত্রা কর্মসূচি ঘিরে ইউনিয়ন পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের ভয়-ভীতি দেখানো এবং দমন-পীড়ন চালাচ্ছে সরকার।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হলেও বিভিন্ন স্থানে গায়েবি মামলা এবং কর্মসূচির পরে অনেক স্থানে মামলা ও নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি ঘিরে নতুন ৪৫টি গায়েবি মামলা দায়ের এবং ৩ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

/এমএন

Exit mobile version