Site icon Jamuna Television

স্মার্ট দেশ গড়তে সিটি করপোরেশনকে স্মার্ট করতে হবে: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ফাইল ছবি।

স্মার্ট দেশ গড়তে সিটি করপোরেশনকেও স্মার্ট করে গড়ে তুলতে হবে। নীতিনির্ধারণী পর্যায় থেকেই সে কাজ শুরু করতে হবে, এমন মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের নানা অভিজ্ঞতা তুলে ধরেন। মায়ামি স্টেটের ডেট্রোয়েট সিটি মেয়রের সঙ্গে বিভিন্ন ইস্যুতে চুক্তি স্বাক্ষরের কথাও জানান মেয়র আতিক।

অনুষ্ঠানের প্রধান অতিথি আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক গভীর। মেয়র আতিকের সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নে আরও ভূমিকা রাখবে।

অন্যদিকে, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জানান, ডেট্রোয়েট সিটি মেয়র ঢাকার মেয়রের অনেক প্রশংসা করেছেন৷ কোভিড-১৯ এর সময় থেকেই দুই দেশ নানা ইস্যুতে এক সঙ্গে কাজ করে চলেছে।

/এমএন

Exit mobile version