Site icon Jamuna Television

তুরস্কে ক্ষতিগ্রস্থ স্থাপনায় লুটপাট থামাতে বাড়ানো হয়েছে নিরাপত্তা

তুরস্কে ক্ষতিগ্রস্থ স্থাপনা থেকে লুটপাট থামাতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মার্কেটগুলোতে টহল দিচ্ছে সেনাসদস্যরা। খবর এপির।

দুর্গত এলাকাগুলোতে ডাকাতির অভিযোগে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে ৯৮ জনকে। নৈরাজ্য ঠেকাতে ক্ষতিগ্রস্থ ১০ প্রদেশে নিরাপত্তা জোরদার করেছে তুর্কি সরকার। তবে রোববার আনতালিয়া শহরের ব্যবসায়ীরা লুটপাটের ভয়ে নিজেদের দোকান খালি করা শুরু করেছেন। তাদের শঙ্কা ভয়াবহ এই দুর্যোগে সামনে আরও বাড়তে পারে অপরাধ।

কয়েকদিন ধরেই ভুমিকম্পে ক্ষতিগ্রস্থ দেশটিতে ঘটছে লুটপাট ও ডাকাতি। ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন শপিং মল, মার্কেটে মালিক-কর্মচারি না থাকার সুযোগে লুটপাট চালাচ্ছে দুর্বৃত্তরা।

এটিএম/

Exit mobile version