Site icon Jamuna Television

ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে বাড়তি ঋণ নিতে হচ্ছে আমদানিকারকদের

ডলারের হিসাবে আমদানি-রফতানি বাণিজ্য খাতের ঋণ বিতরণ হয়। টাকার রেকর্ড অবমূল্যায়নের কারণে ব্যবসায়ীদের এক বছরে বাড়তি ঋণ নিতে হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নীতিপত্রে বলা হয়েছে, টাকার হিসাবে গত বছরের সেপ্টেম্বরে বাণিজ্য ঋণের প্রবৃদ্ধি হয়েছে ১৮ দশমিক ৯ শতাংশ। যদিও ডলারের হিসাবে সে প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক, মাইনাস দশমিক ৫ শতাংশ।

এদিকে, এক বছরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় ২২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের নীতিপত্রে বলা হয়, বিশ্ববাজারে পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় ২০২১ সালের শুরুতেই দেশের আমদানি ব্যয় বাড়তে থাকে। ওই বছরের প্রথম প্রান্তিকে দেশের আমদানি প্রবৃদ্ধি হয় ৩২ শতাংশের বেশি। দ্বিতীয় প্রান্তিকে তা বেড়ে দাঁড়ায় ৭৩ শতাংশে। তৃতীয় প্রান্তিকে ৪৭ দশমিক ৬ এবং চতুর্থ প্রান্তিকে ৬০ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হয় আমদানি ব্যয়ে। অস্বাভাবিক এ প্রবৃদ্ধি দেশে ডলারের বিপরীতে টাকার বিনিময় হারের ওপর বিপুল চাপ তৈরি করে। দীর্ঘদিন টাকার বিনিময় হার স্থিতিশীল থাকলেও রেকর্ড আমদানি ব্যয়ের প্রভাবে ডলার সংকট দেখা দেয়।

/এমএন

Exit mobile version