Site icon Jamuna Television

নিখোঁজের দু’দিন পর হাত পা বাঁধা শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতি‌নি‌ধি :

রাজবাড়ী জেলার পাংশার হাবাসপুর থে‌কে ‌নি‌খোঁজের দু’দিন পর হাত পা বাঁধা অবস্থায় আকাশ মোল্লা না‌মে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার ক‌রে‌ছে পুলিশ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দি‌কে হাবাসপুর চর থে‌কে লাশ‌টি উদ্ধার করা হয়। নিহত আকাশ মোল্লা পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম এলাকার ভ্যান চালক নাসির মোল্লার ছেলে। সে সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

নিহত আকাশ মোল্লার মামা সুর্য জানান, গত শনিবার বিকাল ৪টার দিকে আকাশের বাবা ভ্যান বাড়িতে রেখে মাঠে ঘাস কাটতে যায়। এ সুযোগে আকাশ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর ফিরে না আসায় পাংশা থানায় অভিযোগ দায়ের করা হয়।

রাজবাড়ীর পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, সোমবার সকালে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পাংশা উপজেলার হাবাসপুর চর এলাকা থেকে নিখোঁজ হওয়া আকাশ মোল্লার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সন্দেহজনকভাবে একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইউএইচ/

Exit mobile version