Site icon Jamuna Television

কালীগঞ্জে গাঁজা গাছসহ যুবক গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজা গাছসহ তুষার খান (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জেলার কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের নাটোপাড়া গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে।

ডিবি পুলিশের এসআই আবু জানান, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের নজরুল খানের ছেলে নিজ বাড়ির উঠানের বাথরুমের পাশে গাঁজাগাছ লাগিয়ে পরিচর্যা করছে। এমন সংবাদে রাত ১২টার সময় নজরুলের বাড়িতে অভিযান চালিয়ে ৮ ফুট ২ ইঞ্চি লম্বা এবং ২ কেজি ওজনের একটি তাজা গাঁজা গাছ (যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা) উদ্ধার করা হয়। এ সময় নজরুল ইসলামের ছেলে তুষারকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) টেবিলের ১৮(ক) ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version