Site icon Jamuna Television

শ্রীলঙ্কার তামিল টাইগার প্রধান ভেলুপিল্লাই জীবিত থাকার দাবি

সেনা অভিযানে মারা যাননি শ্রীলঙ্কার তামিল টাইগার প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণ। বরং সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন তিনি। এমন দাবি করেছেন রাজনৈতিক দল তামিল ন্যাশনালিস্ট মুভমেন্টের পাঝা নেদুমারান। এনডিটিভির।

ভারতের তামিলনাড়ু রাজ্যের স্থানীয় দলটির প্রধান সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। জানান, স্ত্রী এবং পরিবারের সদস্যদের সাথেই বসবাস করছেন প্রভাকরণ। খুব শিগগিরই প্রকাশ্যে আসবেন বলেও দাবি করেন নেদুমারান। তবে নিজের দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তামিল নাশ্যানালিস্ট মুভমেন্টের এই নেতা।

২০০৯ সালের ১৮ মে সেনা অভিযানে নিহত হন এলটিটিই প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণ। ওই অভিযানেই নিহত হন প্রভাকরণের ১২ বছর বয়সী ছেলে। তবে তার স্ত্রী কিংবা পরিবারের বাকি সদস্যদের কোনো তথ্য পাওয়া যায়নি। প্রভাকরণ নিহত হবার পর বিভিন্ন সময় তার জীবিত থাকার দাবি করে এলটিটিই।

এটিএম/

Exit mobile version