Site icon Jamuna Television

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা কিয়ারা! কমল আর খানের টুইটে নিন্দার ঝড়

বিয়ের পর রিসেপশন নিয়ে ব্যস্ত সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। এমন পরিস্থিতিতেই টুইটারে বিতর্কিত মন্তব্য করে বোমা ফাটালেন চলচ্চিত্র সমালোচক কমল আর খান ওরফে কেআরকে। খবর টাইম নাউ নিউজের।

নানা বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কেআরকে। এর জন্য বিপাকেও পড়তে হয়েছে তাকে। সালমান খানের ‘রাধে’ সিনেমার সমালোচনায় বলেছিলেন, ঈদে ছবি রিলিজ করে তা দেখার জন্য দর্শকদের কাছে ভিক্ষা চান সালমান। তারপর সালমানও জানান যে, টাকা খরচ করে তার সিনেমা দেখলে তিনি সেই আয়ের কিছু অংশ করোনা মোকাবেলায় দান করবেন। ছবির কিছু মিথ্যা প্রশংসামূলক রিভিউ দেখানো হয়েছে বলেও অভিযোগ করেছিলেন কেআরকে। তার এই মন্তব্যে ক্ষিপ্ত হয়েই আদালতে মামলা করেছিলেন ভাইজান।

টুইটারে কমল আর খান জানান, বলিউডের নতুন ধারা, আগে অন্তঃসত্ত্বা হবে, তারপর বিয়ের পিঁড়িতে বসবে, এই ছকেই চলছে এখন। ভালোই চলছে সব।

https://twitter.com/kamaalrkhan/status/1624648967425503232?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1624648967425503232%7Ctwgr%5E6a78bbc6dd25fc8d401b61504aef930760c52de0%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fentertainment%2Fkiara-advani-is-pregnant-claimed-kamaal-r-khan-netizens-trolled-self-proclaimed-film-critic-dgtl%2Fcid%2F1406796

উল্লেখ্য, রণবীর কাপুরের সঙ্গে বিয়ের আড়াই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন আলিয়া ভাট। সম্প্রতি রাজস্থানে গিয়ে বিয়ে সেরেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। নেটিজেনদের ধারণা, সিডকিয়ারাকে কটাক্ষ করেই কেআরকের এই টুইট। আর এর জন্য তার একহাত নিয়েছেন অনেকে। কটাক্ষ করে তাকেও অন্তঃসত্ত্বা হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। এমন খবর এখন পুরনো হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন অনেকে।

ইউএইচ/

Exit mobile version