Site icon Jamuna Television

ফরিদপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে স্ত্রী হত্যা মামলার রায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামীর নাম সুমন শেখ (৩৮)। তিনি রাজবাড়ী জেলার বিনোদপুর নিউ কলোনির বাসিন্দা মো. আব্দুল আজিজ শেখের ছেলে। রায় ঘোষণার পর তাকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

২০১৮ সালের ১৬ আগস্ট বাসা হতে মমতাজের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোন আকলিমা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার সূত্রে জানা গেছে, সুমন শেখের সাথে রাজবাড়ীর ছোট নূরপুর লোকশেড এলাকার বাসিন্দা মৃত মোমিন শেখের মেয়ে মমতাজ বেগমের বিয়ে হয় ২০০৮ সালে। সুমনা (১৩) ও আপন (৯) নামে তাদের দুটি সন্তান রয়েছে। শহরের চরকমলাপুরে একটি বাড়িতে ভাড়া থাকতেন তারা।

ইউএইচ/

Exit mobile version