Site icon Jamuna Television

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন ডেল স্টেইন

২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেয়ার ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন।

শনিবার থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে সুযোগ পাননি স্টেইন। তবে বিশ্বকাপের আগে জাতীয় দলে জায়াগা ফিরে পাবেন বিশ্বাস এই অভিজ্ঞ পেসারের। তার মতে ইনজুরির প্রভাবে জাতীয় দলে জায়গা হারিয়েছেন তিনি। তবে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের আগে সেরা ফিটনেস ফিরে পেয়ে জাতীয় দলে ফিরবেন তিনি। আর এই বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন খোদ ডেল স্টেইন।

প্রোটিয়াদের জার্সিতে এখন পর্যন্ত ১১৬ ওয়ানডে খেলে ১৮০ উইকেট নিয়েছেন ৩৫ বছর বয়সি এই পেসার।

Exit mobile version