Site icon Jamuna Television

মুক্তি পেলো কেকে’র গাওয়া শেষ গান

গেলো বছর মারা গেলেন ভারতের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। ৯০ দশকে বড় হয়েছেন অথচ কেকে’র গান শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। রোম্যান্টিক গানের জন্যই তিনি মূলত বেশি জনপ্রিয়। এবার মুক্তি পেলো এই গায়কের রেকর্ড করা শেষ গান। খবর হিন্দুস্তান টাইমস’র।

কেকে’র গাওয়া সর্বশেষ গান ‘মন রে’ ইতোমধ্যেই মুক্তি পেয়েছে ইউটিউবে। ছবির নাম ‘লস্ট’। গানটি কম্পোজ করেছেন শান্তনু মিত্র ও লিখেছেন সদানন্দ কিরকিরে।

মুক্তি পাওয়া গানের ভিডিওর শুরুতে একটি লেখা দেখানো হয়, যেখানে লেখা হয়, উই মিস ইউ কেকে। অর্থাৎ, আমরা তোমাকে মিস করি কেকে।

এর আগে গেলো বছর কলকাতায় নজরুল মঞ্চে গানের অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন কেকে। সেখান থেকে প্রথমে হোটেল এবং পরে স্থানীয় এক হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এটিএম/

Exit mobile version