Site icon Jamuna Television

ভূমিকম্পের পর প্রথম বিশ্বনেতা হিসেবে তুরস্ক সফর করলেন কাতারের আমির

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

তুরস্ক সফর করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। রোববার (১২ ফেব্রুয়ারি) ইস্তাম্বুলের ভাহদেত্তিন ম্যানশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাত করেন তিনি। খবর ডেইলি সাবাহ’র।

খবরে বলা হয়েছে, গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের পর প্রথমবার কোনো বিশ্বনেতা তুরস্ক সফর করলেন। তবে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে তা সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়নি।

ভূমিকম্পের পর তুরস্কে সাহায্য পাঠানো প্রথম দেশগুলোর মধ্যে ছিল কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ভূমিকম্পের একদিন পর ঘোষণা দিয়েছিল, তারা ১০ হাজার ভ্রাম্যমাণ বাড়ি তুরস্ক ও সিরিয়ায় পাঠাবে। এর আগে কাতারের আমির ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি এয়ার লিফট চালুর নির্দেশ দিয়েছিলেন।

কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ জানিয়েছে, একটি উদ্ধারকারী দল, একটি ফিল্ড হাসপাতাল, ত্রাণ সহায়তা, তাঁবু এবং শীতকালীন সামগ্রীও পাঠানো হবে। এরআগে আমির আল থানি নিজেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১৪ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দেন।

এদিকে কাতার চ্যারিটি নামের একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা জানিয়েছে, মানবিক সহায়তা হিসেবে তুরস্ক ও সিরিয়ায় তুর্কি কার্গো বিমানের মাধ্যমে ৪৩ টনেরও বেশি খাদ্য ও স্বাস্থ্যবিধি কিটসহ প্রয়োজনীয় আবাসন সামগ্রী পাঠিয়েছে তারা।

এএআর/

Exit mobile version