Site icon Jamuna Television

পাবনায় ৬৫ লিটার ডিনেচার্ড স্পিরিট উদ্ধার

SAMSUNG CAMERA PICTURES

পাবনা প্রতিনিধি
পাবনায় ৬৫ লিটার ডিনেচার্ড স্পিরিট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী হাবিবুর রহমান বিভাগীয় স্টাফ ও পুলিশের সমন্বয়ে অভিযান চালায় সদরের সিংগা বাইপাসে। এসময় পাবনা সুইটস এন্ড ফাস্টফুডের সামনে দুটি প্লাষ্টিকের জারিকেনে ৬০ লিটার ডিনেচার্ড স্পিরিটসহ অবস্থান করা দোগাছী ইউনিয়নের কুলুনিয়া গ্রামের মনিরুল বিশ্বাসের ছেলে মনোয়ার আজিজ সবুজ (৩০) কে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত স্পিরিটের আনুমানিক মুল্য ১০ হাজার ৮শ টাকা। আসামি সবুজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী।

একইসাথে সদরের দোগাছী ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের মোস্তফা সেনেটারী এন্ড হার্ডওয়ার এর মালিক মোস্তফার দোকানে ১ হাজার টাকা মূল্যমানের ৫ লিটার ডিনেচার্ড স্পিরিট উদ্ধার করে দোকানের মালিক মোস্তফাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Exit mobile version