Site icon Jamuna Television

‘বুকের মধ্যে আগুন’ এর মুক্তি পেছালো

ছবি: সংগৃহীত

আইনি জটিলতায় মুক্তি পিছিয়েছে হইচই এর আসন্ন ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’। প্রয়াত তারকা সালমান শাহর পরিবারের আপত্তির কারণে আগামী ১৭ ফেব্রুয়ারি সিরিজটি মুক্তি পাচ্ছে না বলে জানা গেছে।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠানকে আইনি নোটিশ পাঠান প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র মামা আলমগীর কুমকুম। এমনকি মুক্তি বন্ধ না করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেয়া হয়।

এদিকে, সিরিজের নির্মাতা তানিম রহমান অংশুর দাবি, সিরিজের সঙ্গে সালমান শাহর কোনো সম্পর্ক নেই। সিরিজটির কাজ এখনও শেষ হয়নি। তাই, পরে মুক্তি দেয়া হবে।

প্রসঙ্গত, এ সিরিজে গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। তবে, নব্বইয়ের আলোচিত অভিনেতা সালইমান শাহ’র চরিত্রে কে থাকছেন, তা এখনও জানা যায়নি।

/এসএইচ

Exit mobile version