Site icon Jamuna Television

পিএসএল খেলতে দেশ ছাড়লেন সাকিব

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

পাকিস্তান সুপার লিগের দল পেশোয়ার জালমির পক্ষে খেলতে দেশ ছেড়েছেন সাকিব আল-হাসান। তিনি বদলী খেলোয়াড় হিসেবে দলভুক্ত হয়েছেন বলে জানা গেছে। সাকিবের দল ফরচুন বরিশাল বিপিএলের কোয়ালিফায়ারে উঠতে ব্যর্থ হওয়ার পরদিনই তাকে দলভুক্ত করে পেশোয়ার জালমি।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) করাচি কিংসের বিপক্ষে ম্যাচেই দেখা যেতে পারে সাকিবকে। প্লেয়ার্স ড্রাফট থেকে দল না পেলেও, তার সাথে সরাসরি চুক্তি করেছে পেশোয়ার।

জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পিএসএলে খেলবেন সাকিব। এরপর, ইংল্যান্ড সিরিজের জন্য ফিরবেন দেশে। পহেলা মার্চ থেকে শুরু হবে এ সিরিজ।

/এসএইচ

Exit mobile version