Site icon Jamuna Television

বিক্রি হচ্ছে ক্রোয়েশিয়ার লাভারস আইল্যান্ডের একাংশ

ভালোবাসা দিবসের যথার্থ উপহার বলে কি আসলেই কিছু আছে? সে উত্তর সম্ভবত প্রতিটি যুগলের কাছেই আলাদা। তবে এবারের ভালোবাসা দিবসে প্রিয়জনকে খানিকটা ব্যতীক্রমী উপহার দেয়ার সুযোগ মিলবে ক্রোয়েশিয়ায়। বিক্রি হচ্ছে দেশটির জনপ্রিয় হার্ট আকৃতির লাভারস আইল্যান্ডের খানিকটা অংশ। ভ্যালেন্টাইনস ডে’র এই বিশেষ দিনে যা করে দেয়া যাবে প্রিয় মানুষটির নামে।

ভালোবাসা দিবসে প্রিয় মানুষটির হাতে সামর্থ্যের মধ্যে সবচেয়ে সুন্দর উপহারটি তুলে দিতে কতই না চেষ্টা সবার। এবার সে ঝক্কি অনেকখানি কমিয়ে দিয়েছে ক্রোয়েশিয়ার আইল্যান্ড অব লাভ খ্যাত গালেসনিয়াক দ্বীপের মালিক। চাইলেই জনপ্রিয় এই দ্বীপটির একটি অংশ করে দিতে পারেন ভালোবাসার মানুষটির নামে।

গালেসনিয়াক দ্বীপের রিপ্রেজেন্টেটিভ সিলভেস্ত্রো কারদুম বলেন, ক্রোয়েশিয়ায় এর চেয়ে সুন্দর জায়গা খুব কমই আছে। অনেকেই জমিটি কেনার ব্যাপারে বেশ সিরিয়াস। তবে এখনও পর্যন্ত কারও সাথেই চুক্তি চূড়ান্ত হয়নি।

তিনি আরও বলেন, বিয়ন্সে তার ৩৯তম জন্মদিন এখানে পালন করেছেন। প্রতি বছরই কয়েকদিনের জন্য হলেও তিনি ঘুরতে আসেন। এছাড়া মাইকেল জর্ডান, জেফ বেজোসও গত বছর এই দ্বীপে এসেছিলেন।

বিশ্বখ্যাত এই গালেসনিয়াক দ্বীপের কথা অনেকেরই জানা। হার্ট আকৃতির কারণে এটি বর্তমানে আইল্যান্ড অব লাভ বা লাভারস আইল্যান্ড হিসেবেই বেশি পরিচিত। ১৪২ বর্গকিলোমিটারের ছোট্ট দ্বীপটির ভ্রমণ পিপাসুদের কাছে রয়েছে আলাদা আবেদন। বিশেষ করে রোমান্টিক ভ্রমণ গন্তব্য হিসেবে পশ্চিমা যুগলদের পছন্দের তালিকার শীর্ষে এটি। রয়েছে বিশ্বখ্যাত তারকাদের আনাগোনাও।

১৪২ বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটির ৪০ বর্গকিলোমিটার এলাকা বিক্রি করবে কর্তৃপক্ষ। দাম নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৩০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ১৪ কোটি টাকা।

এটিএম/

Exit mobile version