Site icon Jamuna Television

ফাগুনের হাওয়া লেগেছে বইমেলায়

ফাগুনের হাওয়া লেগেছে অমর একুশে বইমেলায়। দর্শনার্থীদের পোশাক ও ফ্যাশনে রঙের ছোঁয়া। মেলায় বইয়ের স্টলসজ্জা, বইয়ের মোড়কে রঙের বাহার আর দর্শনার্থীদের রঙিন উপস্থিতি। লেখক-প্রকাশকদের কাছেও প্রতি বছর বইমেলার আবেদন যেন নেশার মত।

উৎসবের প্রকাশটা যেন বইমেলাতে এসেই প্রাণ পেয়েছে। যেখানে রঙীন মলাটের নতুন বইয়ের গন্ধও সুবাস ছড়ায়।

বই বা বইমেলার প্রতি প্রেমের টানও অনন্য। এই টানে সুদূর প্রবাস থেকে দেশে ছুটে আসা, নতুন বই প্রকাশের প্রবল তাড়না। ছুটে আসছেন ভিনদেশি কবি; প্রকাশ করছেন বই। এ সবই তো প্রেম।

প্রকাশনা শিল্পের সাথে জড়িতদের জন্য বইমেলা জীবনের অবিচ্ছেদ্য এক আবেদন। এই প্রেমের কাছে হার মেনে যায় জাগতিক জীবনের কত না চ্যালেঞ্জ। তবু প্রকাশ করা চাই বই; নতুন করে বইমেলায় আবির্ভাব চাই।

সৃজনশীল এই নেশার ঘোর না কাটুক, সমৃদ্ধ হোক বইমেলা। দেশের গণ্ডি ছাপিয়ে অমর একুশে বইমেলা হয়ে উঠুক আন্তর্জাতিক।

এটিএম/

Exit mobile version