Site icon Jamuna Television

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৭ হাজার

তুরস্ক-সিরিয়া সীমান্তে বেড়েই চলেছে লাশের সংখ্যা। এ পর্যন্ত ৩৭ হাজারের বেশি মরদেহ উদ্ধার হয়েছে। খবর রয়টার্সের।

কেবল তুরস্কে ৩২ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। সাড়ে চার হাজারের ওপর মৃত্যু হয়েছে সিরিয়ায়। এখনও ধ্বংসস্তূপের মাঝে চাপা পড়ে আছে বহু মানুষ। ৮ দিন পেরিয়ে যাওয়ায় আটকে পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই বললেই চলে। অনেক এলাকাতেই শুরু হয়েছে ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার কাজ।

জীবিত হোক বা মৃত, প্রিয়জন উদ্ধারের অপেক্ষায় হাজারো মানুষ। উদ্ধার তৎপরতা নিয়ে স্বজনদের মাঝে বাড়ছে ক্ষোভ-হতাশা।

এটিএম/

Exit mobile version