ইউরোপ সেরার মঞ্চে মঙ্গলবার শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হবে পিএসজি ও বায়ার্ন মিউনিখ। পিএসজির মাঠে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
চ্যাম্পিয়নস লিগে শিরোপা সাফল্যের বিবেচনায় বায়ার্ন মিউনিখের ধারেকাছেও নেই পিএসজি। তবে মুখোমুখি লড়াইয়ের হিসেবে এগিয়ে আছে ফরাসি চ্যাম্পিয়নরা। এখন পর্যন্ত বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১১বার খেলেছে পিএসজি, যার সবগুলোই চ্যাম্পিয়নস লিগে। প্যারিসের ক্লাবটি জিতেছে ছয়টি ম্যাচ, বায়ার্নের জয় পাঁচটি।
চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের বিপক্ষে ১০টির বেশি ম্যাচ খেলা দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি শতাংশ জয়ের রেকর্ড পিএসজির। সেই আত্মবিশ্বাসে আরও একবার ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে কখনোই এই প্রতিযোগিতার শিরোপা জিততে না পারা পিএসজি।
/এমএন
Leave a reply